
আশাশুনি ব্যুরো: ভারতে মহানবী হযরত মুহাম্মদ (স.) ও হযরত আয়েশা (রা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে আশাশুনির গোয়ালডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) বিকাল ৪টায় থেকে মাগরিবের আগ পর্যন্ত এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সর্বস্তরের মুসলিম নবী প্রেমিক তৌহিদি জনতার ব্যানারে আয়োজিত মিছিলটি জন সমুদ্রে পরিণত হয়। গোয়ালযাঙ্গা বাজার বকুলতলা থেকে মিছিলটি শুরু হয়ে গোয়ালডাঙ্গা ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয় হয়ে তেঁতুলিয়া ব্রিজ পর্যন্ত যেয়ে মিছিলটি পূনরায় বকুলতলায় গিয়ে শেষ হয়। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা ডা. ইছাহক আলীর সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক জামালনগর জাামে মসজিদের ইমাম মুফতি ইখলাছুর রহমান, ইউপি সদস্য হাফেজ রুহুল আমিন, হাফেজ আবু যায়েদ আব্দুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম মন্টু ও জুফিকার আল জুলি, মাও: আব্দুল ওয়াজেদ, হাফেজ শরিফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু রায়হান সুমন প্রমুখ। সাংবাদিক এম এম সাহেব আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে যুবদল নেতা শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা আহসান হাবীব, মাও: আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, মাও: আনোয়ার হোসেন, আজহারুল ইসলাম আজগর, সেকেন্দার আলী, রেজাউল ইসলাম, ইমারত নির্মাণ শ্রমিক নেতা আজিজুর রহমান প্রমুখ বক্তব্য মঞ্চে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তরা বলেন, মহানবী (সা.) ও বিবি আয়েশা (রা.) কে বিদ্রæপকারী নুপুর শর্মা ও নবীন জিন্দালের ফাঁসি দাবী করেন এবং ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানো, সংসদে প্রতিবাদ বিল ও নিন্দা প্রস্তাব উত্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান। এছাড়া ভারতীয় পণ্য বর্জন করার জন্য দেশের জনগনের প্রতি আহবান জানান।