
ফিরোজ হোসেন, সাতক্ষীরা: ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ( সঃ)কে অবমাননাকর ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মাবাদ সাতক্ষীরার সর্বস্তরের যুব সমাজের ব্যানারে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্ণরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইমাম মাওলানা শাহাদাৎ হুসাইন, একাডেমি মসজিদের ইমাৃ মুফতি দিদারুল ইসলাম ফরিদী, ইমাম মাওলানা ইয়াসিন আলম, আয়োজক কমিটির আহবায়ক শেখ আব্দুর লতিফ,শেখ তানভীর কবির রবিন। সমাবেশে বিভিন্ন মসজিদ হতে ধর্মপ্রাণ তৌহিদী জনতা অংশ গ্রহন করে।
সমাবেশে বক্তারা বলেন প্রিয় নবীকে অবমাননা করে ফ্রান্স ধৃষ্টতা দেখাছে। কোটি কোটি মুসলিমের হৃদয়ে আঘাত করে ছে। ফ্রান্সের সকল পন্য বয়কট করতে হবে সরকারকে নিন্দা জানাতে হবে।