আতিয়ার রহমান, মণিরামপুর: মনিরামপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস. এম মশিয়ুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী – – – রাজিউন)। পারিবারিক সূত্র জানিয়েছেন, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী এ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে চিকিৎসাধীন ছিলেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার যোহর বাদ গ্রামের বাড়ি আমিনপুরে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হবে।
বর্র্ষিয়ান এ নেতা দুইবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, দুইবার উপজেলা বিএনপির সাধারন নির্বাচিত হন। এছাড়া তিনি উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি, কয়েকবার ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। সর্বশেষ ২০১৫ সালে মনিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। এদিকে মশিযুর রহমানের আকষ্মিক মৃত্যুতে শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, জেলা বিএনপির নেতা মোঃ মুছা, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও কাউন্সিলর মফিজুর রহমান মফিজ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির যুববিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সাধারন সম্পাদক নিস্তার ফারুক, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুক আহাম্মেদ লিটন, সহ-সভাপতি জি. এম ফারুক আলম, সম্পাদক মোতাহার হোসেন সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।