নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দূর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে মানববন্ধনে বক্তারা বলেন, “টুটুল, আবু বাক্কার ও আবু সাইদ বাহিনী অবৈধ ভাবে মথুরাপুর ও লাবসায় জমি দখল করে হজম করার পায়তারা করছে। কোর্টের নির্দেশে ভূমি অফিসার তদন্ত সম্পন্ন করে ফিরে গেলে টুটুল, আবু বক্কার ও আবু সাইদসহ তাদের সন্ত্রাসী বাহিনী দেশিয় অস্ত্রসহ আমাদের উপর হামলা করে। তাদের হামলায় আহত হয় এ্যাড. রফিকুল ইসলাম ও জিয়াউর রহমান সহ চারজন। তারা আমাদের পৈত্রিক ভিটা পরিকল্পিত ভাবে দখল করার পায়তারা করছে। তারা একের পর এক মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। টুটুল, বক্কার ও সাইদদের অত্যাচারে দেবনগরের ২০টি পরিবার আজ ভিটা ছাড়া হয়েছে। আমরা সবাই তাদের দেওয়া মিথ্যা মামলার ঘানি টানছি। আমরা দেবনগর বাসীরা এ বিষয়ে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি। সেই সাথে সাথে এই বাহিনীর হাত থেকে মুক্তি চাই।”