
মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
মণিরামপুরে যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভায় দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে। প্রায় আধাঘন্টা ধরে চলা মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রোববার বিকেল ৪ টার দিকে উপজেলা শিক্ষক মিলনায়তনে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি এম তমাল আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনছারুল হক রানার সঞ্চালনায় অনুষ্ঠান প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আলী আকবর চুন্নু। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহাবুব হাসান পিয়ারু, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন মোল্লা, সহ সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান, সহ সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দীন ভ‚ইয়া, শামীম কবির। স্বাগত বক্তৃতা করেন উপজেলা যুবদলের সভাপতি আসাদুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক নিস্তার ফারুক।
অপরদিকে, কর্মী সভা শেষে সন্ধ্যা ৬টার দিকে কমিটি গঠনকে কেন্দ্র করে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মুছা ও উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. ইকবাল হোসেন গ্রæপের মধ্যে মারামারি হয়েছে। প্রায় আধাঘন্টা ধরে চলা মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। অভিযোগ উঠেছে, সম্মেলন শেষে মুছা গ্রæপের কর্মী-সমর্থকেরা বাড়ী ফিরছিলো। হঠাৎ ইকবাল গ্রæপের কর্মী সমর্থকরা উস্কানি মূলক কথা-বার্তা বলে। এ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রæপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।