রাশেদ আলী, যশোর থেকে: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মণিরামপুরের শয়লাহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মণিরামপুর উপজেলার চালুয়াহাটী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম পাশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জয় সিংহ ও রাশেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ প্রয়াত খান টিপু সুলতানের জেষ্ঠ পুত্র কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের কার্য্য নির্বাহী কমিটির সদস্য হুমায়ুন সুলতান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক আবুল হাসান, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক অরেবিন্দ হাজরা।
বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা, মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আমেনা বেগম, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মারুফ আল রাজী, ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইদুজ্জামান লিটন, চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাবেক মেম্বর আমজাদ আলী খান, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম, মশ্মিমনগর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, চালুয়াহাটী ইউনিয়ন ছাত্রলীগের অন্যতম নেতা মাহাবুবুর রহমান প্রমখ।
উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম খাঁন, আ.লীগ নেতা আব্দুল ওয়াদুদ, আব্দুল খালেক, আব্দুল গফ্ফার, আসাদুল হক, আবুল বাশার ভুট্র, গোলাম মোস্তফা, মোকছেদ আলী খান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
মণিরামপুরে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতা হুমায়ুন সুলতান
পূর্ববর্তী পোস্ট