
নিজস্ব প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ২০২৫ সালের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট ) সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৯)-এর নির্বাচন ভোমরা বর্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অপরদিকে, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৫) এর নির্বাচন রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ১১ টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ। ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৯) – এর উক্ত নির্বাচনে সভাপতি পদে মোঃ এরশাদ আলী (আনারস) প্রতীকে ৭৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আব্দুল হামিদ (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ৪৩০ ভোট। সহ-সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম (টিয়াপাখি) প্রতীকে ৬২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তান নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আরিজুর রহমান (উড়োজাহাজ) প্রতীকে পেয়েছেন ৪৮০ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ তরিকুল ইসলাম (সিংহ) প্রতীকে ১০৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরিজুল ইসলাম (হাঁস) প্রতীকে পেয়েছেন ৬৭ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মনিরুল ইসলাম-০২ (হাতপাখা) প্রতীকে ১০৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মনিরুল ইসলাম-০১(ঘুড়ি) প্রতীকে পেয়েছেন ৯৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে খাদেমুল ইসলাম (ট্রাক্টর) প্রতীকে ৫৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কুতুবউদ্দীন গাজী (টেবিল) প্রতীকে পেয়েছেন ৫৫৪ ভোট। কোষাধ্যক্ষ পদে আল আমিন হোসেন জগ প্রতীকে ৫৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ কামরুল ইসলাম (খরগোশ) প্রতীকে পেয়েছেন ৫২৬ ভোট। প্রচার সম্পাদক পদে সেলিম মোল্যা (কমলালেবু) প্রতীকে ৯৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ কারিমুল ইসলাম (কাঁঠাল) প্রতীকে পেয়েছেন ১১৯ ভোট। দপ্তর সম্পাদক পদে মোঃ ইয়াছিন আলী (সিলিং ফ্যান) প্রতীকে ৫৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরিফুল ইসলাম (দোয়েল পাখি) প্রতীকে পেয়েছেন ৪৯৭ ভোট। সমাজকল্যাণ সম্পাদক পদে আমির হামজা (ঈগল) প্রতীকে ৮০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিরাজুল ইসলাম (পদ্মফুল) প্রতীকে পেয়েছেন ৩১৭ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মোঃ আলাউদ্দিন নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে আল আমিন (চাকা) প্রতীকে ৮৩১ ভোট, মোঃ হযরত আলী মৃধা (বেলচা) প্রতীকে ৭৫০ ভোট, মনিরুল ইসলাম (রেডিও) প্রতীকে ৭১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। উক্ত নির্বাচনে সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, আবু মুসা, মোঃ আসাদুল ইসলাম। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জি.এম আব্দুর রকিব আল মেহেদী।
অপরদিকে, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৫) এর নির্বাচনে সভাপতি পদে হারান চন্দ্র ঘোষ (চেয়ার) প্রতীকে ৫১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল ইসলাম (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ৪৯৭ ভোট। সহ-সভাপতি পদে মোঃ হারুন অর রশিদ তুহিন (টেবিল ফ্যান) প্রতীকে ৫৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আঃ আলিম (গরুর গাড়ি) প্রতীকে পেয়েছেন ৪৩৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ হারুনার রশিদ (হারিকেন) প্রতীকে ৬৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মাসুদ আলম (হরিণ) প্রতীকে পেয়েছেন ৩৭৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সিরাজ মোল্যা (টিউবওয়েল) প্রতীকে ৬২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আঃ আলিম (বাঘ) প্রতীকে পেয়েছেন ৪৪৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শওকত আলী (কাপ-পিরিচ) প্রতীকে ৬৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ জাহিদুর রহমান রাজু (খেজুরগাছ) প্রতীকে পেয়েছেন ৩৮৫ ভোট। কোষাধ্যক্ষ পদে হাফিজুল ইসলাম (কবুতর) প্রতীকে ৬৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুজিত কুমার মিঠু (শাপলা) প্রতীকে পেয়েছেন ১৬০ ভোট। প্রচার সম্পাদক পদে মোঃ মুনছুর আলী গাজী (ফ্রিজ) প্রতীকে ৫৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সাকিব হোসেন (মাইক) প্রতীকে পেয়েছেন ৪৯৬ ভোট। দপ্তর সম্পাদক পদে মোঃ আসাদুল ইসলাম (মোরগ) প্রতীকে ৫৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ইয়াছিন আলী (প্রজাপতি) প্রতীকে পেয়েছেন ৪৯৭ ভোট। সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ আবুল কাশেম (কলস) প্রতীকে ৫৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সাদেক আলী গাজী (মই) প্রতীকে পেয়েছেন ৪৬৫ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ জসিম উদ্দিন (বল) প্রতীকে ৬৭৪ ভোটে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ হযরত আলী (তালগাছ) প্রতীকে পেয়েছেন ৩৪৩ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে কামরুজ্জামান (হুক) প্রতীকে ৭৮২ ভোট, মোঃ রাকিবুল হাসান হারুন (গোলাপফুল) প্রতীকে ৭০৬ ভোট, মোঃ আঃ সাত্তার পটো (কোদাল) প্রতীকে ৬৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। উক্ত কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন,চেয়ারম্যান মোঃ ইসরাইল গাজী। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শ্রী পরিতোষ ঘোষ। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, মোঃ গোলাম আজম।