প্রেস বিজ্ঞপ্তি:
ভোমরা স্থলবন্দরে ভারতীয় মদবাহী ট্রাক সহ একজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অভিযান পরিচালনা করে ভারতীয় ১৯ বোতল বিভিন্ন প্রকার মদ সহ ১টি বাংলাদেশী ট্রাক আটক করে।
১০ সেপ্টেম্বর সকালে বৈশাখী ট্রেডার্স এর ০১টি খালী ট্রাক (রপ্তানী মালামাল ভারতের গোজাডাঙ্গা স্থলবন্দরে রেখে) ভোমরা চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে আগমন করলে ট্রাকটি তল্লাশী করে ১৯ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ উদ্ধার করে বিজিবি।
এ সময়ে অবৈধ মাদকদ্রব্য পাচারের দায়ে ট্রাকের চালক মাদারীপুরের ননী গোপাল দে’র পুত্র গৌতম দে কে ট্রাকসহ (নম্বর ঢাকা মেট্টো ট-১৬২০৮২) আটক করা হয়।
এ ব্যাপারে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করতঃ মাদকদ্রব্য ও ট্রাকসহ সাতক্ষীরা সদর থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে । ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।