রুবেল হোসেন: ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ীদের নিকট থেকে কথিত ‘ভোমরা আমদানি রপ্তানীকারক সমিতি’র নামে অবৈধভাবে টাকা উত্তোলন চলছে। অনুসন্ধানে জানা যায়, ভোমরা আমদানি রপ্তানীকারক সমিতি’র সেক্রেটারী পরিচয়ে হাসান তার অনুগত লোকজন দ্বারা প্রতিনিয়ত অবৈধভাবে টাকা উত্তোলন করছে। বিষয়টি নজরে আসার পর ভোমরা কাস্টমস্ সিএন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের পক্ষ থেকে অবৈধভাবে টাকা উত্তোলন বন্ধ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন জানানো হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) ভোমরা কাস্টমস্ সিএন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান স্বাক্ষরিত জেলা প্রশাসক বরাবর প্রেরিত এক পত্রে জেলা প্রশাসকের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
গত ১২ নভেম্বর সন্ধ্যা ৭ টায় সাতক্ষীরা চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রিজ এর সভাকক্ষে ভোমরা কাস্টমস্ সিএন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ারের সভাপতিত্বে ও চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রিজ এর সভাপতি নাসিম ফারুক খান মিঠুর সমন্বয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোমরা কাস্টমস্ সিএন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের সহ সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জি,এম আমির হামজা, সাংগঠনিক, বন্দর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দীপঙ্কর ঘোষ, অর্থ সম্পাদক আবু মুছা, ও কার্যকরী সদস্য আশরাফুজ্জামান আশু উপস্থিত ছিলেন। সভার সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত অনুযায়ী কথিত ‘ভোমরা আমদানি রপ্তানীকারক সমিতি’ ও হাসানের অবৈধভাবে টাকা উত্তোলন বন্ধের দাবীতে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়।