
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি:
সদর উপজেলার ৬নং ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান ইসরাইল গাজীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বজন প্রীতি, স্বেচ্ছাচারিতা, দ্বায়িত্ব অবহেলা সর্বোপরি সরকারের ভাবমূতি নষ্ট জন্য জেলা প্রশাসক সহ ১২দপ্তরে লিখিত অভিযোগ করেছেন ইউপি সদস্যরা।
গত ১৩ই মে অভিযোগটি করেন ভোমরা ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্যবৃন্দরা। অভিযোগ সূত্রে জানা যায়, ৬নং ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান ইসরাইল গাজী করোনায় সরকারি বরাদ্দের দশহাজার টাকা অত্র ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিতরন করেন। কিন্তু সরকারী অর্থকে ব্যাক্তিগত অর্থ বলে ফেসবুকে পোস্ট করেন। সরকার প্রদত্ত মানবিক খাদ্য সহায়তার (২০ কেজি চাউল) প্রদানের জন্য অত্র ইনিয়নের ৭৩৫ জন দরিদ্র মানুষের তালিকা প্রস্তুতের যে সরকারি নির্দেশনা আছে তা উপেক্ষা করে ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যদের না নিয়ে তার নির্বাচনী এজেন্ট অনুগত দলীয় সমর্থকদের দ্বারা মন গড়া তালিকা প্রস্তুত করেছেন। তিনি গ্রাম আদালত ইউনিয়ন পরিষদে পরিচালনা না করে পদ্মশাঁখরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার কয়েক জন সমর্থক দ্বারা খামখেয়ালিপনা করে শালিশ পরিচালনা করেন। ইউনিয়নের ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন সহ বিভিন্ন আয়ের অর্থ তার ব্যাক্তিগত একাউন্ট সোনালী ব্যাংক স্থল বন্দর শাখা, একাউন্ট নং-৫১২৪ জমা করেন। কিন্তু কোন মারফত খরচ করেন তা ইউপি সদস্যরা জানেন না। তার স্বেচ্ছাচারিতার জন্য ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষ সরকারি বিভিন্ন অনুদান হইতে বঞ্চিত হচ্ছে। উক্ত ইউনিয়নের ইউপি সদস্যদের দাবী চেয়ারম্যান ইসরাইল গাজী একনায়ক তান্ত্রিক ভাবে সকল কার্যক্রম পরিচালনা করেন। তাহলে ইউপি নির্বাচনে ওয়ার্ড ভিত্তিক ইউপি সদস্য নির্বাচনের প্রয়োজন কেন? ইউপি সদস্যরা চেয়ারম্যানের অপকর্ম সরজমিনে তদন্ত পূর্বক অপসরনের দাবী জানিয়েছে।