
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের ভোমরায় বিজিবির অভিযানে ৩ লাখ টাকার ভারতীয় মাস্কসহ ১জন আটক হয়েছে।
বিজিবি সূত্র জানায়, বুধবার (১২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টায় ভোমরা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ নূর আলম এর নেতৃত্বে¡ একটি টহল দল লক্ষীদাড়ী নামক স্থানে অভিযান পরিচালনা করে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা মূল্যের ১,৫০০টি ভারতীয় মাস্কসহ একজনকে আটক করে। আটককৃতের নাম মোঃ আব্দুল কাদের (২২)। সে সদর উপজেলার আলিপুর গ্রামের মোঃ মজিববুর রহমানের পুত্র। আটককৃত আসামীকে ভারতীয় মাস্কসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।