
প্রেস বিজ্ঞপ্তি: ভোমরা স্থলবন্দরের চেকপোষ্টে বিজিবি’র অভিযানে আসামীসহ ভারতীয় মাদকদ্রব্য ও বাংলাদেশী ট্রাক আটক করেছে বিজিবি। অদ্য ০৭ আগস্ট ২০২৫ তারিখ ১১১৫ ঘটিকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন ভোমরা আইসিপিতে দায়িত্বরত বিজিবি সদস্যগণ বিশেষ তল্লাশী অভিযান পরিচালনা করে ০২ জন আসামীসহ ভারতীয় মাদকদ্রব্য, থ্রি-পিস ও ০১টি বাংলাদেশী ট্রাক আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত হতে বাংলাদেশে প্রত্যাগমনকারী খালী ট্রাকে মাদকদ্রব্য বহন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অদ্য ০৭ আগস্ট ২০২৫ তারিখ ১১১৫ ঘটিকায় মেইন পিলার ৩ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুলিশ ইমিগ্রেশনের পূর্ব পার্শ্বে ভোমরা আইসিপি’র চৌকষ বিজিবি সদস্যগণ অবস্থান গ্রহণ করে। এ সময়ে ০১টি খালী ট্রাক রপ্তানী মালামাল ভারতের ঘোজাডাংগা স্থলবন্দরে রেখে ভোমরা চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে প্রত্যাগমনকালে চেকপোষ্ট এলাকায় অবস্থানরত টহল সদস্যরা ট্রাকটি থামিয়ে তল্লাশীকালে ভারতীয় ০২ বোতল মদ ও ০১টি থ্রি-পিস জব্দ করে। এ সময়ে আভিযানিকদল অবৈধভাবে ভারতীয় মাদকদ্রব্য ও থ্রী-পিস চোরাচালানের দায়ে ট্রাকের চালক মোঃ বিল্লাল হোসেন (৩৫), পিতা-মৃত আঃ ছালাম, গ্রাম-কাগজপুকুর, ডাকঘর-বেনাপোল, থানা-শার্শা, জেলা-যশোর এবং সহকারী চালক শ্রী মহেন্দ্রনাথ সরকার (৬০), পিতা-মৃত দূর্গপদ সরকার, গ্রাম-ভোমরা, ডাকঘর-ভোমরা, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরাকে (যশোর-ট-১১-২০৩০) ট্রাকসহ আটক করে।
আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ভারতীয় মদ ০২ বোতল X ১,৫০০/-=৩,০০০/- (তিন হাজার) টাকা, থ্রি-পিস-০১টি X ৬,০০০/-= ৬,০০০/- (ছয় হাজার) টাকা এবং ০১ টি ট্রাক ৬০,০০,০০০/- (ষাট লক্ষ) টাকা। সর্বমোট সিজার মূল্য= ৬০,০৯,০০০/- (ষাট লক্ষ নয় হাজার) টাকা।
এ ব্যাপারে মামলা দায়ের করতঃ জব্দকৃত ভারতীয় মদ ও থ্রি-পিস এবং বাংলাদেশী ট্রাকসহ আসামীদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।