
আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার ভেটখালী রায়নগর নৌ-পুলিশের অভিযানে অবৈধ বেহুন্দী জাল আটক হয়েছে। রবিবার দুপুর পৌনে ৩টায় গোলাখালী দ্বীপের পাশে নদীতে মাছ ধরাকালীন রায়নগর নৌ-পুলিশের ইনচার্জ আক্কাস আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোস্ জাল আটক করেন। পরবর্তিতে ২ হাজার মিটার লাম্বা ও ৫শ মিটার প্রস্ত জালটি পুড়িয়ে দেন। রায়নগর নৌ-পুলিশের ইনচার্জ আক্কাস আলী বলেন, বেহুন্দী জাল অবৈধ, আমরা জালটি জব্দ করে পুড়িয়ে দিয়েছি। আমাদের এই অভিযান অব্যহত থাকবে।