
কামরুল হাসান:ভারত থেকে চোরাই মোবাইল এনে বাংলাদেশে বিক্রয় চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আটক হওয়া দুই যুবকের নাম শরিফুল ইসলাম ও শিমুল।
মঙ্গলবার (৫আগস্ট) বিকালে শার্শা উপজেলা কলেজের সামনে থেকে তাদের দু’জনকে আটক করা হয়। এসময় মোবাইল ফোন বহনের কাজে ব্যবহৃত একটি লাল রংয়ের আর’টি’আর (এ্যাপাসি) মোটরসাইকেলও জব্দ করা হয়।
আটকেরা হলেন, কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামের আঃ ওহাব মোল্লার ছেলে শরিফুল ইসলাম (৩২) ও একুই গ্রামের মনিরুল ইসলাম সানার ছেলে শিমুল হোসেন (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে শার্শা থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলা কলেজের সামনে অভিযান চালিয়ে ২৯ (উনত্রিশ) পিস ভারতীয় পুরাতন এ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ ঐ দু’জনকে আটক করেন।
অন্যদিকে, একটি সূত্র বলছে, দীর্ঘদিন সরকারি ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে বেনাপোল ইমিগ্রেশন কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে এবং সীমান্তের বিভিন্ন চোরাই পথ দিয়ে ভারতীয় এ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলো হরহামেশে বাংলাদেশে নিয়ে আসছে একটি চক্র। যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে ছড়িয়ে পড়ছে বাংদেশের বিভিন্ন শহরে। পরে সেগুলো নামি-দামি মোবাইল ফোন বিক্রয় সেন্টারে বিক্রয় হচ্ছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম. রবিউল ইসলাম জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।