সাতনদী ডেস্ক: শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) সদরের কুশখালী ইউনিয়নের ভাদড়া ফুটবল মাঠে ভাদড়া বাউকোলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ভাদড়া সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার রুহুল কুদ্দুস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল আলম টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. আব্দুর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মো. মিজানুর রহমান, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাইজুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা আমিনুল হাসান রাসেল প্রমুখ। শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় ভাদড়া বাউকোলা স্পোর্টিং ক্লাব বনাম ভাঁড়ুখালি প্রগতি সংঘ। খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা পায়নি। ফলে খেলা রুপ নেয় টাইবেকারে। টাইবেকারে ভাদড়া বাউকোলা স্পোর্টিং ক্লাবকে ৪-১ গোলে পরাজিত করে ভাঁড়ুখালি প্রগতি সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার রেফারির দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান আসাদ, সরকারি রেফারির দায়িত্ব পালন করেন আবুল কাশেম বাবুর আলী ও মো. মনিরুজ্জামান মনি। ভাদড়া ফুটবল মাঠে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকরা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করে।
ভাদড়ায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলায় টাইবেকারে ভাঁড়ুখালি প্রগতি সংঘ চ্যাম্পিয়ন
পূর্ববর্তী পোস্ট