প্রেস বিজ্ঞপ্তি: আশাশুনি উপজেলার ৫নং বড়দল ইউনিয়নের ৬নং ওয়ার্ড ভূমিহীন সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাববার বড়দল বাইনতলা মোড়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন, মাস্টার নিরঞ্জন সাহা। প্রধান অতিথি ছিলেন, বড়দল ইউপি চেয়ারম্যান মো: আব্দুল আলিম মোল্ল্যা। প্রধান বক্তা ছিলেন, আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস এম সাহেব আলী। বিশেষ অতিথি ছিলেণ, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছর আলী, মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক বাবলু হাসান, অর্থ সম্পাদক কাজী আব্দুল আলিম, সদর উপজেলার সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পি, আশাশুনি উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি মোছা: মারুফা আমিরুল, সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম। এ সময় সর্বসম্মতিক্রমে অবিনাশ চন্দ্র বৈদ্যকে সভাপতি ও স্বপন কুমার কে সাধারণ সম্পাদক মনোনীত করে বড়দল ইউনিয়নের ৬নং ওয়ার্ড ভূমিহীন সমিতির কমিটি গঠন করা হয়।
বড়দল ৬নং ওয়ার্ড ভূমিহীন সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন
পূর্ববর্তী পোস্ট