
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার উত্তর বড়দলে বজ্রপাতে এক ভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে চাঁদখালি খেয়াঘাট সংলগ্ন এলাকায় মৎস্য ঘেরের বাঁধে এ ঘটনা ঘটে।
জানা যায়, উত্তর বড়দল গ্রামের আমজাদ শেখের পুত্র আব্দুল কাদের (৩৬) ইটভাটায় কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। চাঁদখালি খেয়াঘাট সংলগ্ন এলাকায় মৎস্য ঘেরের বাঁধের উপর পৌছালে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।