
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া শ্রীশ্রী মদন গোপাল আশ্রম রাধাষ্টমী পালন করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ধর্মীয় আরাধনার মাধ্যমে রাধাষ্টমী পালিত হয়।
এলাকার বিভিন্ন গ্রাম থেকে সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ আশ্রমে গিয়ে আরাধনায় অংশ নেন। আশ্রমর অধ্যক্ষ নিরঞ্জন কুমার গোস্বামী ধর্মীয় আলোচনা রাখেন। সুভাষ চন্দ্র সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, মেম্বর পদপ্রার্থী সাংবাদিক এস এম শরিফুল ইসলাম শরীফ, মহিলা মেম্বর পদপ্রার্থী শ্রাবন্তী রানীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাস্টার উত্তম কুমার মন্ডল।