
গতকাল রাতেই নিলামে বিক্রি হয়েছে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ঐতিহাসিক ব্রেসলেট। মাশরাফির নামখচিত ব্রেসলেটটি বিক্রি হয়েছে ৪২ লাখ টাকায়। আর এই পুরো অর্থই যাচ্ছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে। যা ব্যয় হবে করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষদের কল্যাণে। সোমবার এ তথ্য জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক।
রবিবার রাত ১২টায় অনুষ্ঠিত নিলামে মাশরাফির ব্রেসলেটটি উচ্চমূল্যে কিনে নেয় বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইনান্স কোম্পানি অ্যাসোসিয়েশন। অবশ্য নিলাম শেষে এই ব্রেসলিটটি মাশরাফিকেই উপহার হিসেবে ফেরত দেওয়ার ঘোষণা দেন এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. মুমিনুল ইসলাম।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক সাংবাদিকদের বলেছেন, ‘নিলামের ৪২ লাখ টাকা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে ব্যয় করার কথা জানিয়েছেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মুর্তজা। এছাড়া ব্রেসলেটটি ক্রয়ের জন্য বিএলএফসিএ’র চেয়ারম্যান মো. মুমিনুল ইসলামকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।’