
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরে বে-সরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (প্রোগ্রেস) আয়োজনে বাজার ব্যবস্থাপনা কমিটি শক্তিশালীকরনে ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে মঙ্গলবার সকাল ১১টায় ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রহ্মরাজপুর জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক বিপ্রদাস বিশ্বাস, ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির উপদেষ্টা স,ম জালাল উদ্দীন, ডাঃ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আব্দুস ছালাম, রেজাউল করিম মিঠু প্রমূখ।
কর্মশালায় বাজার ব্যবস্থাপনায় গ্রীন সাতক্ষীরা ক্লিন সাতক্ষীরা চালুকরন, ইঞ্জিনিয়ারিং সেক্টরের কারখানায় নিরাপত্তা সম্পর্কে অবহিতকরন আলোচনা করা হয়। ফলোআপ কর্মশালায় হালকা প্রকৌশল শিল্পের মালিক ও শ্রমিকরা এবং স্থানীয় ব্যবসায়ীবৃন্দ অংশ নেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাকের জেলা ফিল্ড টেকনিক্যাল অফিসার পরিমল কুমার কর্মকার।