
ব্রহ্মরাজপুর প্রতিবেদক: সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে মাছের চান্নি উদ্বোধন শেষে ধুলিহর ও ব্রহ্মরাজপুর মাছ ব্যবসায়ীদের উদ্যোগে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তাফসীরুল কুরআন মাহফিল ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। চান্নি উদ্বোধন ও মাহফিলে প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান (বাবু)। প্রধান অতিথি তিনি তার বক্তব্যে মাছের চান্নির ব্লিডিংয়ে খুব দ্রুত লাইটের ব্যবস্থার আশ্বাস দেন। মাহফিলে কুরআন ও হাদীস থেকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেন প্রধান বক্তা হিসাবে হাফেজ মাওঃ ইনামুল হাসান বিন নুর । বিশেষ বক্তা হিসাবে ছিলেন মাওঃ মনিরুল ইসলাম ফারুকী, মাওঃ মোজাম্মেল হক পেশ ইমাম (বাজার মসজিদ)সহ একাধিক ওলামায়ে কেরামগণ । বিশেষ অতিথি হিসাবে ছিলেন ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আঃ রশিদ সরদার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ আঃ ওহাব।