
আব্দুর রশিদ: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে গভীর রাতে মুক্তিযোদ্ধার সনদপত্রসহ বাড়ির প্রয়োজনীয় দলিল, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন কাগজপত্র লুটপাট ও শ্লীতহানীর অভিযোগ উঠেছে। এব্যাপারে সাতক্ষীরা থানায় অভিযোগ করেছেন ব্রহ্মরাজপুর শাখারীপাড়ার রেজাউল করিমের স্ত্রী মোছা. খোদেজা খাতুন। অভিযোগ সূত্রে জানা গেছে, ব্রহ্মরাজপুর শাখারীপাড়ায় মৃত মান্নান সরদারের ছেলে মাহাদী হাসানসহ অজ্ঞাত ৪/৫ জন গভীর রাতে অনধিকার ঘরে প্রবেশ করে লুটপাট ও শ্লীতহানী ঘটনায়। খোদেজা খাতুন বলেন, গত ১০ জুন রাত ১০টার দিকে আমি ঘুমিয়ে পড়ি। রাত ২টার দিকে হটাৎ টিনের শব্দ পেয়ে আমার ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে উঠার সাথে সাথে মাহাদী হাসানসহ অজ্ঞাত ৪/৫ এসে আমার গলাটিপে ধরে মেরে ফেলার হুমকি ও শ্লীতহানীর করে। একপর্যায়ে মেরে ফেলার হুমকি দিয়ে বাক্সের চাবি নিয়ে নেয়। এসময় আমি অজ্ঞান হয়ে পড়ি। এসময় মেহেদী হাসান বাক্সে থাকা আমার শশুরের মুক্তিযোদ্ধা সংক্রান্ত সকল কাগজপত্র, জমির দলিল, ৬টি জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য কাগজপত্রসহ একটি ব্রিককেস নিয়ে নেয়। উক্ত কাগজপত্র উদ্ধার এবং অজ্ঞাতনামাদের নাম ঠিকানা সংগ্রহে ব্যর্থ হয়ে আমি থানায় অভিযোগ করি। এব্যাপারে পুলিশের সহযোগিতা কামনা করেন তিনি।