আইয়ুব হোসেন রানা: সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর বাজারের গ্রাম ডাক্তার উত্তম মন্ডলের পিতা চিত্তরঞ্জন মন্ডল ইহলোক ত্যাগ করেছেন। গ্রাম ডাক্তার উত্তম মন্ডলের বরাত দিয়ে ডাক্তার আব্দুল খালেক জানান, চিত্তরঞ্জন মন্ডল দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভূগছিলেন। রবিবার (১১ জুলাই) দুপুর ১২ টার দিকে ফয়জুল্লাহপুরস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গ্রাম ডাক্তার উত্তম মন্ডলের পিতা চিত্তরঞ্জন মন্ডলের মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল গফফার, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আশরাফ বাবু, দপ্তর সম্পাদক অপূর্ব মজুমদার, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক এম এ হাসান, সাংগঠনিক সম্পাদক অনির্বাণ সরকার, পৌর শাখার সভাপতি রেজাউল ইসলাম, সাধারন সম্পাদক আলামিন হোসেন, ব্রহ্মরাজপুর বাজার গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল খালেক সহ জেলা, উপজেলা ও পৌর শাখার সদস্যবৃন্দ।
ব্রহ্মরাজপুরের গ্রাম ডা. উত্তম’র পিতৃ বিয়োগে শোক প্রকাশ
পূর্ববর্তী পোস্ট