
এমডি আলমগীর কবিরের প্রচেষ্টা ও ব্যক্তিগত অর্থায়নে উজিরপুর কাঠের ব্রিজের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আলমগীর কবির দীর্ঘদিন ধরে এলাকার মানুষের যাতায়াত সমস্যার সমাধানে কাজ করে আসছেন। তাঁর উদ্যোগে ৩ আগস্ট বিকাল ৫টায় অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।
দীর্ঘ প্রতীক্ষার পর সংস্কারকাজ শেষ হওয়ায় আজ থেকেই ব্রিজটি জনসাধারণের চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করা হয়েছে।
ভার্চুয়াল কলে বিশেষভাবে যুক্ত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের বিএনপি কেন্দ্রীয় নেতা ও “গরীবের ডাক্তার” খ্যাত ডা. মোহাম্মদ শহিদুল আলম, যিনি সবার সুস্বাস্থ্য কামনা করেন এবং উন্নত দেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া কালীগঞ্জ উপজেলার বর্তমান ইউএনও জানান, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে এখানে কংক্রিট ব্রিজ নির্মাণ সম্পন্ন হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ, প্রধান অতিথি প্রফেসর আব্দুর রহমান (খান বাহাদুর আহসানুল্লাহ কলেজ), বিশেষ অতিথি মোহাম্মদ মুক্তাজুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, হাফিজ মাওলানা মিনহাজুল ইসলাম, এবং মোহাম্মদ রুহুল আমিন (চাম্পাফুল প্রাথমিক বিদ্যালয়)।
অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ শাহিনুর রহমান। সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। মোঃ আলমগীর কবির সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এলাকার উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।