গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুরে ছোট বোনের হলুদ সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচাতো ভাই আব্দুল ওয়াদুদ (২৫) মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মোঃ ইয়াকুব আলীর ছেলে।
স্থানীয় ও পরিবার স‚ত্রে জানা গেছে, শুক্রবার আব্দুল ওয়াদুদের চাচাতো ছোট বোন ইসরাত জাহানের বিয়ের আয়োজন করা হয় বাড়িতে। বিয়ে উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠান প্রস্তুতির সময় ওয়াদুদ ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান।
নিহতের চাচাতো ভাই শাহীন আলম বলেন, গত শুক্রবার ওয়াদুদের বড় ভাই নির্মাণ শ্রমিক আব্দুল কদ্দুস ঢাকায় নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা গেছেন। বড় ভাইয়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই ছোট ভাই বিদ্যুতায়িত হয়ে মারা গেলো।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হবে।