মো: রাকিব, চট্টগ্রাম:
ঘূর্ণিঝড় আম্ফানে পুরো বাংলাদেশে যেসব উপকূলীয় এলাকায় লন্ডভন্ড করেছে তার চেয়ে বাইরে নেই চট্টগ্রাম কক্সবাজারের উপকূলীয় অংশ। পুরো বাংলাদেশে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা বিস্তারিত বিবরণ দূর্যোগ মন্ত্রনালয় উপস্থাপন করেছে। কিন্তু দূর্যোগ পরবর্তী যে সব এলাকায় জ্বলচ্ছাসের কারণে তার কোন নির্ণয় পূর্বক হিসেব প্রকাশ হয়নি। কক্সবাজার জেলার অধিকাংশ এলাকায় আম্ফানের ছোঁয়া লেগেছে। ঘ‚র্ণিঝড় আম্ফান কক্সবাজারে তেমন বড় ধরনের আঘাত আনতে না পারলেও কুতুবদিয়া ও মহেশখালীর বিভিন্ন এলাকায় সমুদ্র তীরবর্তী বেড়িবাঁধ ভেঙে গেছে। আম্ফানের সাথে যোগ হয়েছে অমাবস্যার জোয়ারের প্রভাবও। এতে দুই উপজেলার সমুদ্র তীরের বেড়িবাঁধও বিভিন্নস্থানে ভেঙে সাগরবক্ষে তলিয়ে যায়। এই অবস্থায় জোয়ারের প্রভাব অব্যাহত থাকায় বিভিন্ন লোকালয়েও ঢুকে পড়েছে অস্বাভাবিক জোয়ারের পানি। আম্ফানের প্রভাবে গতকাল সারাদিন দমকা হাওয়ার সাথে থেমে থেমে মাঝারি আকারের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে কঙবাজারে।
তবে কক্সবাজার জেলা প্রশাসন ৮ উপজেলায় ঘ‚র্ণিঝড় আম্ফানের সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে জেলাবাসীকে রক্ষা করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ আগে থেকে গ্রহণ করেছিলেন। এমনকি উপক‚লীয় উপজেলাগুলোর কয়েক লাখ লোককে ঘ‚র্ণিঝড় আশ্রয়কেন্দ্রেও নিয়ে আসা হয়েছিল।
কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. ফরিদুল ইসলাম চৌধুরী দৈনিক সাতনদীকে জানান, ঘ‚র্ণিঝড় আম্ফান দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ঘরবাড়ির তেমন ক্ষতি না করলেও বড় ধরনের আঘাত হেনেছে দ্বীপের রক্ষাকবচ বেড়িবাঁধে। তিনি জানান, ভয়াবহ জ্বলোচ্ছ¡াসের তোড়ে কুতুবদিয়া উপজেলার ধুরুং ইউনিয়নের কাইছার পাড়া ও নয়াপাড়া বেড়িবাঁধের বিশাল অংশ সাগরবক্ষে তলিয়ে গেছে। বর্তমানে দ্বীপের ৭১ নম্বর পোল্ডারের ৪০ কিলোমিটারের মধ্যে অন্তত ১০ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে দ্বীপের কয়েকটি এলাকায় জোয়ারের পানি ঢুকে পড়েছে। জরুরি ভিত্তিতে এই ভাঙা অংশ মেরামতের প্রয়োজন রয়েছে। অপরদিকে আরেক দ্বীপ উপজেলা মহেশখালীর ৭০ নম্বর পোল্ডারের ৩২ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে মাতারবাড়ি ও ধলঘাট ইউনিয়নের কিছু অংশের বেড়িবাঁধ সাগরে তলিয়ে গেছে। এ প্রসঙ্গে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (এসও) শাহ আরমান সালমান জানান, মহেশখালীর ধলঘাট ইউনিয়নের উমখালী বেড়িবাঁধের ৩৫০ মিটার, সরইতলা বেড়িবাঁধের ২৫০ মিটার এবং মাতারবাড়ি ইউনিয়নের ষাইটপাড়া বেড়িবাঁধের প্রায় ৭০০ মিটার মতো সামুদ্রিক অস্বাভাবিক ঢেউয়ের তোড়ে সাগরে বিলিন হয়েছে। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের ক্ষয়ক্ষতি নিরূপণ করে জরুরি ভিত্তিতে মেরামতের জন্য ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে। এর বাইরেও কক্সবাজার জেলার সমতলের চকরিয়া, পেকুয়া, উখিয়া, টেকনাফ উপজেলা ও কক্সবাজার সদর এবং রামুতে তেমন বড়ধরনের ক্ষতির সাধিত করতে পারেনি। করোনা মহামারিতে ঘূর্ণিঝড় আম্ফানের আক্রমণে ভয়ে ভয়ে কক্সবাজার উপকূলবাসী রাত কাটালেও এখন প্রায় এলাকায় সাভাবিক অবস্থা বিরাজমান। তবে বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়াতে দুই উপজেলায় জোয়ারের সময় জ্বলচ্ছাস সৃষ্টি হয়ে মাছের চাষের বিঘœ ঘটাচ্ছে।