
সোহাগ হোসেন, শার্শা যশোর: যশোরের বেনাপোলে ৩ শ’ পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (১৬ এপ্রিল) বিকালে তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন ঝিকরগাছা থানার পুরন্দরপুর গ্রামের শহিদুর রহমানের ছেলে ইমরান হোসেন সানি (২৮), কোতোয়ালি থানার পাল বাডি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহরিয়ার হাসান (৩১), থানার রেলগেট ৫ নং ওয়ার্ডের বাবলু মিয়ার ছেলে মোঃ রাকিব হোসেন। পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৩ শ’ পিচ ইয়াবা ট্যালেট ও একটি প্রাইভেটকার সহ ওই তিনজন কে আটক করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, আটক আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, এছাড়াও তাদের নামে একাধিক মামলা রয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।