
আন্তর্জাতিক ডেস্ক:
জার্মানিতে বসবাসরত প্রবাসীদের সংকট, সমস্যায় ও শুদ্ধ দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধ বিকাশে ঐতিহাসিক ৭ই মার্চ যাত্রা শুরু করেছে ‘বৃহত্তর সিলেট সামাজিক ও সাংস্কৃতিক কমিউনিটি বার্লিন’।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী বার্লিনের নয়াকোলন’র একটি মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।
নগরীতে বসবাসরত সিলেটের সিনিয়র প্রবাসী উপদেষ্টামণ্ডলী ও অন্যান্য প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মতিক্রমে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান শহীদ, সহ-সভাপতি আব্দুল হান্নান রুহেল, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন মামুন, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, কোষাধ্যক্ষ বুরহান উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহ জাহান আহমেদ, দপ্তর সম্পাদক আল মোমেন, ধর্ম বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, কার্যকরী সদস্য তারেক আহমদ ও আব্দুল আহাদ।
সংগঠনের অভিষেক অনুষ্ঠানটি সাজানো হয়েছিল নানা পর্বে। ছিল কোরআন তেলওয়াত, জাতীয় সংগীত শেষে আলোচনা সভা, শিশুদের জন্য ক্বিরাত ও চিত্রাংকন প্রতিযোগীতা। অনুষ্ঠানে আসা সবার জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও খাবার পরিবেশন।
আলোচনা সভার শুরুতে সংগঠনের প্রয়োজনীতা ও গঠনতন্ত্র নিয়ে আলোচনায় আমন্ত্রিত বক্তারা বৃহত্তর সিলেটের সকল জেলার সকল ধর্মের সবার কল্যাণে ও দেশ ও দেশের মানুষের দুর্দিনে প্রবাসেও ঐক্যবদ্ধ হয়ে পথ চলার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন। এসময় সংগঠনটি ধর্ম ও দলমত নির্বিশেষে অরাজনৈতিকভাবে পরিচালনার বিষয়েও সকলে ঐক্যমতে পৌঁছান।