নাটোরের বড়াইগ্রামে বৃদ্ধ মা–বাবা ও অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে উজ্জ্বল কুমার মণ্ডল (২৫) নামে এক ব্যক্তিকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের বিরুদ্ধে। গত বুধবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, পেটানোর পরে উজ্জ্বলকে পেটানোর পর পুলিশে তুলে দেন বিএনপির নেতা–কর্মীরা। এ ঘটনায় প্রকাশ্যে কেউ কথা না বললেও আড়ালে–আবডালে চলছে সমালোচনা।