
আশাশুনি প্রতিনিধি:
গোটা বিশ্বে হানা দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এ ভাইরাস বিস্তার রোধে লকডাউন চলছে দেশের বিভিন্ন প্রান্তে। এতে খাদ্য সংকটে পড়ছে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষেরা। সরকারের পাশাপাশি অসহায় ও দুঃস্থদের পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এমতঅবস্থায় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন বুধহাটা বি বি এম কলেজিয়েট স্কুল এসএসসি-২০১৬ ব্যাচের সকল শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত । সোমবার আশাশুনি উপজেলার বুধহাটা শ্বেতপুর, হাবাসপুর, কুলতিয়া, কুল্যা সহ বিভিন্ন ইউনিয়নে ৫০টি কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। বাড়ি বাড়ি গিয়ে তারা নিরাপদ দুরত্ব মেনে চাল, মশুর ডাল, আলু, পেঁয়াজ, রসুন, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেন । এসময় উপস্থিত ছিলেন তানভীর আহম্মেদ, তানজির হোসেন, উৎপল দেবনাথ, ইমন হোসেন,আরেফিন হোসেন, শামসুর রহমান, রায়হান হোসেন, সাকিব আল-আজাদ,জিল্লুর রহমান (সোহান), সুজন প্রমুখ ।