সচ্চিদানন্দদে সদয়, আশাশুনি থেকে: আশাশুনি জুয়েলার্স সমিতির অন্তর্ভুক্ত বুধহাটা জুয়েলার্স সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আজ। এ নির্বাচনকে ঘিরে এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। বুধহাটা, পাইথালী, গুনাকরকাটি ও মহিষাডাঙ্গা এলাকাসহ প্রত্যন্ত এলাকার সমিতির ৪০ জন সদস্য (স্বর্ণ ব্যবসায়ী) ভোটার ও প্রার্থীরা নির্বাচনী প্রচারনা নিয়ে উৎসবে মেতে উঠেছেন। আজ এ নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে ভোট গ্রহণ হচ্ছে। আগেই সমিতির বর্ধিত সভায় অজয় কুমার পাইন বিনা প্রতিদ্ব›িদ্বতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১১টি পদের মধ্যে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন, হরিণ প্রতীক নিয়ে বুধহাটা দীপ্ত জুয়েলার্সের স্বত্বাধিকারী প্রবানন্দ দে ও ছাতা প্রতীক নিয়ে প্রভাবতী জুয়েলার্সের স্বত্বাধিকারী সুনিল কুমার পাইন বাবু।
নির্বাচন কমিশনার ভালুকা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী জানান, নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সকল রকমের প্রস্তুতি নেয়া হয়েছে। বুধবার (আজ) বেলা ১২ টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত বুধহাটা আছাফুর মার্কেটের দি¦তীয় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধহাটা জুয়েলার্স সমিতির নির্বাচন আজ
পূর্ববর্তী পোস্ট