
নিজস্ব প্রতিবেদক: আশাশুনির বুধহাটা ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দকে ফারিয়া ( ফার্মাসিউিটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন) আশাশুনির সভাপতি মোঃ শওকত আলী ও সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন রানা সহ সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। উল্লেখ্য, আশাশুনি উপজেলার বুধহাটায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বুধহাটা কাঁচা বাজার সড়কে গ্রাম ডাক্তার অচিন্ত্য ঘোষের চেম্বার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রাম ডাক্তার আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং গ্রাম ডাক্তার বিদ্যুৎ চক্রবর্তীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি গ্রাম ডাক্তার আশুতোষ রায় এবং বিশেষ অতিথি ছিলেন আশাশুনি সদর গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি গ্রাম ডাক্তার আব্দুস সবুর ও বড়দল সমিতির গ্রাম ডাক্তার আরমিন ইসলাম। সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে গ্রাম ডাক্তার আব্দুস ছাত্তারকে সভাপতি ও গ্রাম ডাক্তার আবু হেনাকে সাধারণ সম্পাদক করে বুধহাটা ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি গ্রাম ডাক্তার রেজাউল করিম ও বিমল দত্ত, যুগ্ম সম্পাদক গ্রাম ডাক্তার এশার আলী, কোষাধ্যক্ষ গ্রাম ডাক্তার শিব চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাক্তার বিদ্যুৎ চক্রবর্তী, দপ্তর সম্পাদক গ্রাম ডাক্তার আবু জাহাম, প্রচার সম্পাদক গ্রাম ডাক্তার বিনয় বিশ্বাস এবং নির্বাহী সদস্য গ্রাম ডাক্তার বাবুল হোসেন, গ্রাম ডাক্তার দিপংকর সরকার, গ্রাম ডাক্তার সুকুমার মন্ডল, গ্রাম ডাক্তার সেলিম রেজা, গ্রাম ডাক্তার শেখ বাদশা, গ্রাম ডাক্তার মোঃ আব্দুল্লাহ, গ্রাম ডাক্তার শাওন চৌধুরী, গ্রাম ডাক্তার সুজন হোসেন ও গ্রাম ডাক্তার লিটন হোসেন। এছাড়া প্রবীণ চিকিৎসক মুক্তার হোসেন, অচিন্ত্য ঘোষ ও মোঃ শফিউল্লাহকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।