
আইয়ুব হোসেন রানা: আশাশুনি উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভুবন মোহন কলেজিয়েট স্কুলের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু সমর্থিত আতিকুল-লতিফ ও সাঈদ-সাজ্জাত পরিষদ নিরঙ্কুশ ভাবে জয়লাভ করে। অন্যদিকে আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম সমর্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চরম ভরাডুবি হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে বুধহাটা স্কুল কেন্দ্রে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্কুল শাখায় ৮০৭ জন অভিভাবক ভোটারের মধ্যে ৬৬৩ জন এবং কলেজ শাখায় ১৯০ জন ভোটারের মধ্যে ১৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উৎসাহ-উদ্দীপনা ও উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে স্কুল শাখায় বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারি অধ্যাপক মাহবুবুল হক ডাবলু সমর্থিত এস এম এ সাইদ বল প্রতীকে সর্বোচ্চ ৪১৫ ভোট এবং সাজ্জাত হোসেন আনারস প্রতীকে ৩৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম সমর্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফিরোজ সরদার ছাতা প্রতীকে ২৫৭ এবং শফিকুল ইসলাম দোয়াত কলম প্রতীকে ২৪২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। স্কুল শাখায় ৫ ভোট বাতিল ঘোষনা করা হয়।
কলেজ শাখায় বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারি অধ্যাপক মাহবুবুল হক ডাবলু সমর্থিত আতিকুল ইসলাম মাছ প্রতীক নিয়ে ১০৫ ভোট এবং আব্দুল লতিফ মোরগ প্রতীকে ১০০ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম সমর্থিত প্রার্থী ফারুক হোসেন ঢালী হরিণ প্রতীকে ৫৫ ভোট এবং অসীম ব্যাণার্জী চেয়ার প্রতীকে ৩৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এর আগে সংরক্ষিত মহিলা সদস্যা পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নাছিমা খাতুন নির্বাচিত হন।
এ নির্বাচনকে কেন্দ্র করে বুধহাটা কলেজিয়েট স্কুল এলাকা ও এর আশ পাশের এলাকা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যানার-পোষ্টারে ছেয়ে যায়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচার-প্রচারনা, পোষ্টারে গোটা এলাকায় জাতীয় নির্বাচনের আবহ সৃষ্টি হয়। এ নির্বাচনে আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম একটি গ্রুপকে সমর্থন দেয়ায় এবং বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারি অধ্যাপক মাহবুবুল হক ডাবলু ও তারুণ্যের অহংকার সমাজসেবক যুবনেতা নুরুজ্জামান জুলু অপর একটি গ্রুপকে সমর্থন দেয়ায় কার প্যানেল বিজয়ী হয় তা দেখার জন্য নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটার, সমর্থক ও এলাকাবাসির মধ্যে বাড়তি আগ্রহ দেখা যায়। এ নিয়ে কিছুটা উত্তেজনা দেখা দিলেও প্রশাসনের তৎপরতায় শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন শেষ হয়।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম। নির্বাচনকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে আশাশুনি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিহাবুল ইসলাম সিহাব সহ সঙ্গীয় ফোর্স সার্বক্ষনিক সজাগ ছিলেন।