নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার আলোকিত শিশু শিক্ষা প্রতিষ্ঠান বুধহাটা এবিসি কেজি স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় স্কুল সম্মেলন কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি এড. শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও অধ্যক্ষ আলমিন হোসেন ছট্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম, আশাশুনি সরকারি কলেজের সহকারী অধ্যাপক মহাসীন আলী, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আবুল কালাম মোড়ল, স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি সাংবাদিক মোস্তাফিজুর রহমান, অভিভাবক সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক আকরামুজ্জামান খাঁন, এসএম সালাহউদ্দিন ইউসুফ, হোমিও চিকিৎসা ডাঃ অসীম ব্যার্নাজি প্রমুখ। অভিভাবক সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন নাদিরা সুলতানা, মহাদেব চক্রবর্তী।অনুষ্ঠানে স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবকসহ সুধীজন উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আবুল কালামের নেতৃত্বে একটি টিম স্কুল মাঠে অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন।