
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামে ১৮ বছরের দখলীয় জমিতে পুরাতন ভিতে ঘর বাঁধায় বাঁধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৩ অক্টোবর) সকালে আঃ কুদ্দুছের বাড়িতে এ ঘটনা ঘটে।
বুধহাটা গ্রামের মৃত রহমত আলি গাজীর ছেলে আঃ কুদ্দুছ তার ফুফু বেউলা গ্রামের মৃত সৈয়দ আলী বিশ্বাসের স্ত্রী আছিরন বিবির কাছ থেকে ১৩/১/২০০২ তারিখে ২০৬ নং দলিলে ২৬ শতক জমি ক্রয় করেন। এসএ ৩৭, ৫৬৭ ও ১৮৭ নং খতিয়ানে ডিপি ৩০৮ খতিয়ানে ৫৭৫, ৫৭৬ সহ ৫টি দাগে ২৬ শতক জমি ক্রয় করেন। চলতি সেটেলমেন্টে ক্রয়কৃত জমি তাদের নামে রেকর্ড হয়েছে। জমি ক্রয়ের পর ভিটেবাড়ি ৫৭৫ দাগে সাড়ে ৮ শতক (৮.৬৭) ও ৫৭৬ দাগে প্রায় ৮ শতক (৮.৯২) মোট সাড়ে ৯ শতক (৯.৫৯) জমি দখল বুঝে নিয়ে সেখানে ইট দিয়ে ঘরের ভিত করেন। অর্থের অভাবে ঘর সম্পূর্ণ করতে পারেননি। সম্প্রতি তিনি পুরনো ভিতে নতুন করে ঘর নির্মানের কাজ শুরু করলে মৃত আঃ বারী গাজীর ছেলে হাসানুর বাধ সাধতে থাকেন। শনিবার সকালে জনমজুর নিয়ে ঘরের কাজ শুরু করলে হাসানুর বাধা দিতে যান। তাদের দীর্ঘদিনের দখলীয় ও পুরনো ভিতের উপর কাজ করায় বাধা মানতে রাজী না হলে পরে ইউপি সদস্যের মাধ্যমে গ্রাম পুলিশ পাঠিয়ে সাময়িক ভাবে কাজ বন্ধ রাখতে বলে তারা কাজ বন্ধ করেন। এনিয়ে মাওঃ হাবিবুর রহমান, নয়ন হোসেন ও সাংবাদিক জি এম মুজিবুর রহমান উভয় পক্ষকে নিয়ে বসলে হাসানুর ২ সপ্তাহের মধ্যে মাপজোক করিয়ে সমস্যার সামাধান করবেন বলে জানান।