
শেখ বাদশা, আশাশুনি থেকে: আশাশুনি উপজেলার বুধহাটায় মেম্বার প্রার্থী মঞ্জুরুল ইসলাম মহিদের সাথে সাংবাদিক, সুশীল সমাজ ও ওয়ার্ড বাসীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৮টার দিকে বুধহাটা বাজার বণিক সমিতির হলরুমে এ সভার আয়োজন করা হয়। এসময় আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান, সদস্য শেখ বাদশা, বাজার বণিক সমিতি সাধারণ সম্পাদক ফারুক ঢালী, সহসভাপতি বাপ্পী দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন, সাংগঠনিক সম্পাদক সবুজ দেবনাথ, অর্থ সম্পাদক অজয় পাইন, বণিক সমিতির উপদেষ্টা প্রদ্বীপ সাধুসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ ও ওয়ার্ডবাসী উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে মেম্বার প্রার্থী মঞ্জুরুল ইসলাম মহিদ আগামী ইউপি নির্বাচনের জন্য ৬নং ওয়ার্ডের নির্বাচনী ইস্তেহার পাঠ করেন।
লিখিত ইস্তেহার: ১। বুধহাটা সরকারী কবরস্থানের সংস্কার করা। ২। বুধহাটা সরকারী কবরস্থানগামী সড়ক ইটের সোলিং এ রুপান্তরিত করা। ৩। বুধহাটা শ্মশান ঘাট সড়ক ইটের সোলিং করা। ৪। বুধহাটা শ্মশান ঘাট হইতে প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে তুষার মাষ্টারের বাড়ী পর্যন্ত সড়ক সংস্কার করা। ৫। বুধহাটা প‚র্ব পাড়া জামে মসজিদের সামনে থেকে মাখম গাজীর বাড়ির পাশ দিয়ে দবিরউদ্দীন এর বাড়ী পর্যন্ত কাঁচা রাস্তা নির্মান ও ইটের সোলিং করা। ৬। বুধহাটা সুবর্ণ বণিক পাড়ার সড়ক সংস্কার করা। ৭। বুধহাটা দক্ষিণ সুবর্ণ বণিক পাড়ার কালি মন্দিরের সড়ক সংস্কার করা। ৮। বুধহাটা পান বাজার হইতে মহানন্দ-দে এর বাড়ী পর্যন্ত রাস্তা উচু করণ করা সহ সড়ক সংস্কার করা। ৯। বুধহাটা ৬নং ওয়ার্ডের পানি বন্দি মানুষের জীবনমান উন্নয়নে পানি নিস্কাশন ব্যবস্থা চালু করা। ১০। বুধহাটা বুড়োপীর সাহেবের দরগাহ থেকে সরকারী কবরস্থান গামী কাঁচা রাস্তা ইটের সোলিং করা। ১১। বুধহাটা পশ্চিম পাড়ার গফ্ফার মেম্বারের বাড়ীর সামনে হইতে কামার কুড়োর বিল গামী কাঁচা রাস্তা ইটের সোলিং করা। ১২। নির্বাচিত হতে পারলে কোন চাউলের কার্ড অর্থের বিনিময়ে বিক্রি হবে না। ১৩। বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী ভাতা, শিশু কার্ড এবং গর্ভবতী কার্ডের জন্য কোন টাকা লাগবে না। ১৪। কোন বিচার টাকার কাছে বিক্রি হয়ে একতরফা হবে না।১৫। গ্রামে ও পাড়ার প্রধান-প্রধান পয়েন্টে সোলার বাতির ব্যবস্থা করা। ১৬। বুধহাটা বাজার চান্নি সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা চালু করে পানি নিস্কাশন নিশ্চিত করা। ১৭। বুধহাটা ০৬নং ওয়ার্ডের সাধারণ মানুষের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি নিশ্চিত করতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশরীর মাধ্যমে একাধিক স্থানে গভীর নলক‚প স্থাপন করা। ১৮। বেকার ছেলে মেয়েদের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা। ১৯। দরিদ্র মা বোনদের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে দর্জি’র প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা। ২০। প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে নিজ বাড়ীতে ছোট আকারে হাস-মুরগীর খামার তৈরী করে দরিদ্র পরিবার গুলোকে স্বাবলম্বী করা। ২১। বাল্য বিবাহ, মাদক ও দ‚র্ণীতি মুক্ত ০৬নং ওয়ার্ড গঠনের নিশ্চয়তা। ২২। বুধহাটা বাজারকে আধুনিকতার ছোঁয়ায় আরও বাণিজ্যক ভাবে গোড়ে তোলার নিশ্চয়তা। ২৩। বুধহাটা গ্রামের প্রতিটি ধর্মীয় প্রাতিষ্ঠানে আর্থিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের সাথে প্রতিনিয়ত যোগাযোগ অব্যহত রাখা। ২৪। পিছিয়ে পড়া জনগোষ্টী বা ক্ষুদ্র নৃগোষ্টীর জীবনমান উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করছি এবং তাদের শিক্ষার মান নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর। ২৫। সর্বপরি সরকারের চলমান উন্নয়নে বুধহাটা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উন্নয়ন বঞ্চিত এলাকাকে চিহ্নিত করে বাকী উন্নয়নের অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে আমি ইউপি সদস্য পদ প্রাথী মোঃ মঞ্জুরুল ইসলাম মহিদ আপনাদের কাছে বদ্ধপরিকর থাকবো বলে আশা ব্যক্ত করছি।