আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটায় ফ্রী চক্ষু সেবা বিষয়ক বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর বুধহাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ ক্যাম্পের আয়োজন করা হয়। পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন এর সহযোগী সংস্থা আর্থসামাজিক প্রতিষ্ঠান উন্নয়ন এ ক্যাম্প পরিচালনা করে। বুধহাটা প্রকল্প ইউনিটের আওতায় প্রসপারিটি প্রকল্পের সৌজন্যে খুলনা বিএনএসবি হাসপাতালের সাথে লিংক করে অতি দরিদ্র মানুষের চক্ষু সেবার লক্ষ্যে ফ্রি চক্ষু সেবা ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ক্যাম্পে ২২ জন রোগীর ছানি অপারেশন করা হয় এবং ১৫০ জন রোগীকে বিনাম‚ল্যে চশমা বিতরণ করা হয়।