নিজস্ব প্রতিবেদক, আশাশুনি: আশাশুনির বুধহাটায় ফ্রী অক্সিজেন ব্যাংক উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে বুধহাটা কাঁচা বাজারে আছাফুর আর্মি জিম সেন্টারে আত্মমানবতার সেবায় এ অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়। বিশিষ্ট সমাজ সেবক, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলহাজ্ব শেখ আছাফুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বুধহাটা ইউপি চেয়ারম্যান আ ব ম মোসাদ্দেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রী অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন। এসময় বুধহাটা বাজার বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মহিদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল গফুর, সাংবাদিক শেখ বাদশা, চন্দন দেবনাথ, গ্রাম ডাঃ আব্দুস সালাম, ব্যবসায়ী ছবেদ আলী, শেখ সাইফুল ইসলাম, অভিলাস সরকার, মইনুর ইসলাম, সমীর চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। এ অক্সিজেন ব্যাংক থেকে বুধহাটা ইউনিয়নের করোনা আক্রান্ত রোগীসহ শ্বাসকষ্টের রোগীদের জন্য বিনা মূল্যে অক্সিজেন সেবা প্রদান করা হবে বলে জানান বক্তারা। এছাড়া করোনা আক্রান্ত রোগীদের মোবাইল ফোনে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করবেন অক্সিজেন ব্যাংকের অন্যতম পরিচালক ডাঃ সোহানা রহমান। ফ্রী অক্সিজেন সেবা গ্রহণে ও চিকিৎসা সেবা নিতে ০১৭১৪-৬৭২৯৯৭ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।