
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটায় প্রাণীজ পুষ্টি নিরাপদ ও আত্মকর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে বুধহাটা ইউনিয়ন পরিষদের হলরুম এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আ ব ম মোসাদ্দেক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শহিদুল ইসলাম। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমানের পরিচালনায় গবাদি পশু মোটাতাজা করণ সেমিনারে ইউনিয়নের ৫০জন গবাদি পশু খামারী অংশ গ্রহন করেন। এসময় শেখ বাদশা, উপজেলা প্রাণী সম্পদ কম্পিউটার অপারেটর রকিব আহম্মেদ, অহিদুজ্জামান সাগর,নিতাই ঢালী, মাসুদুর রহমান, অংকন দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।