
নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটায় নৌকা প্রতিকের পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় বুধহাটা উত্তর পাড়ায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
মৎস্য ব্যবসায়ী আব্দুল গফুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বুধহাটা ইউনিয়নের নৌকার মাঝি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উন্নয়নের ধারা অব্যহত রাখতে দলমত নির্বিশেষে আপনারা সকলে নৌকা প্রতিকে আপনাদের মুল্যবান ভোট প্রদান করবেন। তিনি আরও বলেন মাদক, সন্ত্রাস, দ‚র্ণীতি মুক্ত ইউনিয়ন গড়তে আমি বদ্ধপরিকর। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের সেবক হয়ে থাকতে পারি। এসময় রফিকুল ইসলাম, সিরাজ হোসেন, মোয়াজ্জেন খায়রুল ইসলাম, শাহিন আলম, মহিউদ্দীন সরদার, স্টালিন হোসেন সহ এলাকার শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম।