নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ডি-ফার্মা কাপ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় বুধহাটা বাহাদুরপুর ভুবন মোহন (বিবিএম) কলেজিয়েট স্কুল মাঠে বুধহাটা বাজারের গ্রাম ডাক্তারদের সমম্বয়ে গঠিত ‘ডাক্তার একাদশ’ এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সমম্বয়ে গঠিত ‘ফার্মা একাদশ’র মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।
ডাক্তার একাদশ টসে জিতে নির্ধারিত ২০ ওভারে ১৮০ রান করে। জবাবে ফার্মা একাদশ ১৫ ওভারে ১৮১ রান করে বিজয় লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় গ্রাম ডাঃ তাজ আহমেদ। সমগ্র খেলায় ধারাভাষ্যে ছিলেন গ্রাম ডাক্তার এস কে রাজা। আম্পায়ারের দায়িত্বে ছিলেন সাইদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রবীণ গ্রাম ডাক্তার বিমল দত্ত, আবু হেনা, রফিক রেজা, বিদ্যুৎ চক্রবর্তী, বাবুল হোসেন, শিব চক্রবর্তী, প্রবীর সরকার, উপজেলা ফারিয়ার সহ সভাপতি আল মামুন, মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক জ্বলেমিন হোসেন, প্রচার সম্পাদক মোস্তাকিম বিল্লাহ, ক্রিড়া সম্পাদক সাহেব আলি, সহকারি কোষাধ্যক্ষ আমানতউল্লাহ, সদস্য আব্দুল লতিফ, রাশেদুজ্জামান, সামিউর, উত্তম, আতিকুল ইসলাম, আজিজ, মিজানুর রহমান, আশরাফুল, আব্দুল হান্নান, আছাফুর রহমান প্রমুখ।
বুধহাটায় ডি-ফার্মা কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট