নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটায় ঔষধের গুনগত মান নির্ণয়ের উপর গ্রাম ডাক্তারদের সাথে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের আয়োজনে বুধবার বেলা ১২টায় বুধহাটা ইউনিয়ন পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধহাটা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোসাদ্দেক।
ঔষধের গুনগত মান ও প্রাথমিক চিকিৎসা বিষয় নিয়ে আলোচনা করেন, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের সিনিয়র প্রডাক্ট ম্যানেজার ওয়াসিম খান ও এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার এস এম মাহমুদ হাসান। এ সময় উপজেলা এরিয়া ম্যানেজার বদিউজ্জামান, সিনিয়র এরিয়া ম্যানেজার মাহমুদ হোসেন, ডেন্টিস এসকে রাজা, গ্রাম ডাঃ বিমল দত্ত, বিদ্যুৎ চক্রবর্তী, আবু হেনা, শাওন চৌধুরী, তরুণ মন্ডল, শেখ বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন। সেমিনারে সাধারণ মানুষকে প্রাথমিক চিকিৎসায় ঔষধের গুনগত মান নির্ণয় সহ বিভিন্ন বিষয়ে সার্বিক ধারণা দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের উপজেলা মেডিকেল রিপ্রেজেনটেটিভ সাগর আহম্মেদ।