
নিজস্ব প্রতিবেদক, আশাশুনি: আশাশুনির বুধহাটায় মাকে খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছে অবুঝ দুই শিশু। দিন শেষে পথ চেয়ে বসে থাকে মারুফ ও মোখলেস নামের অবুঝ দুই শিশু।
জানাগেছে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বুধহাটা গ্রামের ওসমান সরদারের প্রতিবন্ধী ছেলে বিল্লাল হোসেনের স্ত্রী মোছাঃ মমতাজ খাতুন (২৬) সাতদিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের আব্দুল মজিদের মেয়ে ও দুই সন্তানের জননী।
গত শুক্রবার বেলা ১১টার দিকে মমতাজ খাতুন মানত করার জন্য নলতা শরীফে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। কিন্তু দিন পেরিয়ে সন্ধ্যা হলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি। নিখোঁজ মমতাজ মোবাইল ফোন ব্যবহার না করায় তার পিতার বাড়ী সহ অনেক স্থানে খোঁজাখুঁজি করলেও অদ্যবধি তার কোন সন্ধান পাওয়া যায়নি। অসহায় দুই শিশু মাকে ফিরে পেতে প্রতিদিন পথ চেয়ে বসে থাকে। এই বুঝি ফিরে এলো মা। এব্যাপারে শ্বশুর ওসমান সরদার আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যদি কেউ নিখোঁজ মমতাজ খাতুনকে দেখে থাকেন বা সন্ধান জেনে থাকেন তবে তার শ্বশুর এর মোবাইল নাম্বারে (০১৩২৩৩৪১৮৯৭) যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন শ্বশুর ওসমান সরদার।