
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আব্দুল হান্নান নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। সোমবার বিকালে বুধহাটা বাজারস্থ আছাফুর জিম সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের দীর্ঘদিনের প্রিয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের উপস্থিতিতে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও এবারের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আঃ হান্নান। তিনি বলেন, আমি ১৯ বছর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি। আমার বিশ্বাস আপনারা আমার সম্পর্কে সম্যক অবহিত আছেন। চেয়ারম্যানের দায়িত্ব পালনে সাধারণ মানুষের পাশে থেকে সর্বদা কাজ করার চেষ্টা করেছি। আপনাদের ভালবাসা ও আন্তরিকার তাগিদে ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমি পুনরায় প্রার্থী হয়েছি। নিয়ত ভাল থাকলে ও সততার উপর ভর করলে সবকিছুতে ভাল ফল পাওয়া যায়, আমি আল্লাহর উপর ভরসা করে ও আপনাদের সমর্থন নিয়ে আবারও জয়লাভ করতে আশাবাদী। এসময় সাবেক মেম্বার আঃ করিম ঢালী, সাবেক মেম্বার আঃ গফফার সরদার, অবঃ সেনা সদস্য আলহাজ্ব শেখ আছাফুর রহমান, চন্দন কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।