
সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি : আশাশুনি উপজেলার বুধহাটা কলেজিয়েট স্কুলের অবঃ অধ্যক্ষ চিত্ত রঞ্জন ঘোষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ টাকাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
বুধহাটা ইউনিয়ন পরিষদের পাশে শে^তপুর গ্রামে বসবাসকারী অধ্যক্ষ চিত্ত রঞ্জন ঘোষ বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী দু’জন বাড়িতে ছিলেন। বাড়িতে ভাড়াটিয়ারা অফিস শেষে সাপ্তাহিক ছুটিতে স্বস্ব এলাকায় চলে গিয়েছিলেন। স্বশস্ত্র ডাকাতদল রাত্র আড়াইটার দিকে তাদের রান্নাঘরে ঢুকে হাড়ি কড়াইতে আঘাত করে শব্দ করছিল। তারা জেগে দিয়ে কুকুর-বিড়াল ঢুকেছে ধারনা করে ঘরের দরজা খুলে রান্না ঘরে ঢোকেন। এসময় ডাকাতরা তাদেরকে অস্ত্রের মুখে জিম্মী করে বেধে ফেলে। এরপর ভয়ভীতি দেখিয়ে নগদ ৫০ সহস্রাধিক টাকা, ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, মোবাইল সেট ও হাত ঘড়ি নিয়ে চেচামেচি না করতে হুমকী দিয়ে চলে যায়। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।উল্লেখ্য বুধহাটা এলাকায়দোকান,বাড়ী ঘরেচোরের উপদ্রব বৃদ্ধি পেলেও প্রশাসনের নজর নাজুক বলে অনেকে অভিমত ব্যক্ত করেছেন।