
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেরার বুধহাটায় মোটরসাইকেল চুরির দুঃসাহসিক ঘটনা ঘটেছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বুধহাটা বাজারের প্রাণকেন্দ্র করিম সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।
উপজেলার চিলেডাঙ্গা গ্রামের আবুল হাসানের ছেলে নাজমুল হাসান তার হিরো স্পেলেন্ডার প্লাস (সাতক্ষীরা -হ -১৭৯০৭১) মোটরসাইকেল করিম মার্কেটের ব্যাংকে জরুরি কাজে ব্যাংকের নিচে খোলা স্থানে মোটরসাইকেল রেখে ভেতরে যান। কাজ শেষে বের হয়ে এসে দেখতে পান, তার মোটরসাইকেল সেখানে নেই। আশপাশে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে পার্শ্ববর্তী দোকানগুলোর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। ফুটেজে দেখা যায়, মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরা দু’জন অজ্ঞাত ব্যক্তি তালা ভেঙে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ বাজার এলাকায় নিরাপত্তা জোরদার ও দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

