সংবাদদাতা:
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ওয়াইফাই ও ডিস লাইন গ্রাহকদের ভোগান্তি চরম আকার ধারন করেছে। নিয়মিত ভাবে লাইন না থাকায় গ্রাহকরা ওয়াইফাই ব্যবহার সংশ্লিষ্ট কাজ করতে না পেরে ও টিভি দেখতে না পেরে দিনের পর দিন লাইন সাপ্লাইকারীদের প্রতি ক্ষোভ ও অনীহার সৃষ্টি হচ্ছে।
আশাশুনি উপজেলা এলাকায় সাতক্ষীরা ভিশন ওয়াইফাই ও ডিস লাইন সংযোগ দিয়ে সেবা দিয়ে আসছেন। উপজেলার এক এক এলাকায় একজন নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তদারকি ও সার্বিক লেনদেনের দায়িত্ব দেওয়া রয়েছে। বুধহাটা ও নওয়াপাড়া এলাকার গ্রাহকদের দায়িত্ব পালন করছেন পৃথক দুটি প্রতিষ্ঠান বা ব্যক্তি। আশাশুনি উপজেলার সামগ্রিক কার্যক্রম অপেক্ষাকৃত উন্নত ও ভাল থাকলেও নওয়াপাড়া এলাকার দায়িত্বে থাকা ব্যক্তিদের কার্যক্রম সন্তোষজনক না হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এখানে দিনের পর দিন ওয়াইফাই লাপাত্তা এবং ডিস লাইনের খোজ মেলেনা।
যোগাযোগ করা হলে, দায়িত্বরতরা কখনো মেইন লাইনে কাজ চলছে, কখনো এলাকায় সমস্যা হয়েছে, ঠিক করার কাজ চলছে ইত্যাদি বলে কালক্ষেপন করে থাকেন। সবচেয়ে দুঃখের খবর হলো দায়িত্বে থাকা ডাঃ সুকুমার ডিস বা ওয়াইফাই না থাকলে নিজের মোবাইল সেট বন্ধ রেখে গ্রাহকদের অন্ধকারে রাখার বাহনা করে থাকেন। সবশেষ শুক্রবার সকাল থেকে ওয়াইফাই ডিস লাইন ছিলনা। দুপুরের পরে আসলেও আবার বিকালে লাপাত্তা, সন্ধ্যায় আসলে আবার রাতে উধাও। শনিবার সকাল থেকে খোজ নেই।
বিকাল ৪.৩০ টা পর্যন্ত (এরিপোর্ট লেখা পর্যন্ত) ওয়াইফাই ও ডিস লাইন কোনটাই নাই। ডাঃ সুকুমারের মোবাইল (নং ০১৭১২৩০৯৬০৪) সেটও বন্ধ করে রাখা হয়েছে। অথচ এসময় পাশের আশাশুনি ও বুধহাটা এলাকার ওয়াইফাই ও ডিস লাইন চালু রয়েছে। এছাড়া কোন গ্রাহকের লাইনে সমস্যা থাকলে সময়মত পাওয়া যায়না।
জানাগেছে তিনি তার এলাকায় কাজ করার পাশাপাশি বাইরে খাটতে যান। ফলে এলাকার গ্রাহকরা সময়মত সেবা বঞ্চিত হয়ে থাকেন। এমনকি সামান্য কাজের জন্য একদিন থেকে কখনো কখনো আরো অনেক সময় পার হয়ে যায়। এব্যাপারে ডাঃ সুকুমারের বক্তব্য নেওয়ার জন্য চেষ্টা করা হলেও মোবাইলে বা সরাসরি খোজ করেও পাওয়া যায়নি।
এলাকাবাসী এলাকার দায়িত্বে থাকা ব্যক্তিদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহনের পাশাপাশি সুন্দর ভাবে সেবা পেতে পারে তার নিশ্চয়তা বিধানের জোর দাবী জানিয়েছেন।