প্রেস বিজ্ঞপ্তি: “সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” স্লোগানে ও “প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে” প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৫ জুন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা পরিষদের কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিলা পরিষদের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে মহিলা পরিষদের হলরুমে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় সভাপত্বিত করেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আনজুমানারা বেগম। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, অর্থ সম্পাদক হাফিজা খাতুন মহিলা পরিষদের প্রোগ্রাম এক্সিকিউটিভ মফিজুল ইসলাম সহ জেলা ও পাড়া কমিটির সদস্য বৃন্দ। আলোচনা সভা সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক জ্যোৎস্না দত্ত। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য বলেন পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন করা হলেও কার্যকর প্রয়োগের অভাবে প্লাস্টিক থেকে পরিবেশ দূষণ শুধু অব্যহতই নয় বরং উদ্ধেগজনকবাবে বৃদ্ধি পেয়েচে। প্লাস্টিক বর্জ্যসহ ব্যাপক হারে বর্জ্য ফেলার কারনে দেশের নদ-নদীগুলো দূষিত নদীতে পরিনত হয়েছে। প্লাস্টিক দূষণের কারনে আমাদের বাস্তুতন্ত্র ও ভুমির ব্যাপক দূষণ ঘটায় গাছপালা ও অন্যান্য পানীর অস্তিত্ব আজ হুমকির সম্মুখিন। এছাড়া জৈব রাসানিক সারের প্রচুর পরিমাণে ব্যবহার থাকায় কৃষিকাজের মাটি দুষিত হচ্ছে। তাই আমাদের সকলেই উচিত প্লাস্টিক ব্যবহার বন্ধ করা।