
আলহুসাইন অমি:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ। শুক্রবার সকাল সাড়ে ১১ টার সময় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামের শিশুপার্কে এ কর্মসূচি পালন করা হয়।
ছাত্রলীগ নেতা ও আসন্ন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট কাজী হাশিম উদ্দীন হিমেলের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এসময় উপস্থিত থেকে কর্মসূচিকে অগ্রসর করেন পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলী সুজল, পৌর ছাত্রলীগ নেতা সৈয়দ রহিত মোসলেম অভি, জিএম ফরহাদ, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শীতলসহ ছাত্রলীগের একাধিক কর্মী। একসাথে গাছ লাগিয়ে কর্মসূচির শুভ সূচনা করেন ছাত্রলীগ নেতা হিমেল, সুজল এবং জাহিদ।
বৃক্ষরোপন কার্যক্রম শেষে ছাত্রলীগ নেতা হাশিম উদ্দীন হিমেল বলেন, ছাত্রলীগ আমাদের প্রাণের সংগঠন। এ সংগঠনের ছত্রছায়ায় থেকে আমরা দেশকে সেবা দিয়ে উন্নতির শিখরে নিয়ে যেতে সর্বদা প্রস্তুত। তিনি আরও জানান, এর আগে জেলা ছাত্রলীগের পক্ষে সশরীরে উপস্থিত থেকে ঘূর্ণিঝড় আম্পফান ও করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরণ করেছেন। ধানকাটা কর্মসূচিতে ছিল তার সরব উপস্থিতি। সবশেষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।