আন্তর্জাতিক ডেস্ক: দিন যতই যাচ্ছে বিশ্বব্যাপী ততই বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এরই মধ্যে বিষাক্ত এই ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়ে গেছে।
ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, সোমবার সকাল সোয়া ৯ পর্যন্ত নতুন এই ভাইরাসে মোট ৯০ লাখ ৪৬ হাজার ৮০জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
গত একদিনে মৃতের সংখ্যা বেড়েছে প্রায় ৪ হাজার। চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখন পর্যন্ত ৪ লাখ ৭০ হাজার ৭০৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪৮ লাখ ৩৮ হাজার ৩২০ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ১ লাখের মতো মানুষ সুস্থ হয়েছে।
আক্রান্ত এবং মৃতের তালিকায় যথারীতি শীর্ষে রয়েছে আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৩ লাখ ৫৬ হাজার ৬৫৭ জন। মোট মৃত্যু ১ লাখ ২২ হাজার ২৪৭ জনের। বিপরীতে সুস্থ হয়েছেন ৯ লাখ ৮০ হাজার ৩৫৫ জন।
ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১০ লাখ ৮৬ হাজার ৯৯০ জন। মারা গেছেন ৫০ হাজার ৬৫৯ জন। সুস্থ হয়েছেন ৫ লাখ ৭৯ হাজার ২২৬ জন।
আক্রান্তে তিন নম্বরে রাশিয়া। দেশটির সরকারের দেয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৪ হাজার ৬৮০, মৃত্যু ৮ হাজার ১১১ জনের।
ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৪ লাখ ২৬ হাজার ৯১০ জন, মৃত্যু ১৩ হাজার ৭০৩ জনের।
যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪২ হাজার ৬৩২ জনের প্রাণ কেড়েছে করোনা। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪ হাজার ৩৩১ জন।
স্পেনে ২ লাখ ৯৩ হাজার ৩৫২ জন আক্রান্তের পাশাপাশি ২৮ হাজার ৩২৩ জন মারা গেছেন। সূত্র: বিডি প্রতিদিন